আমার ভাবের ঘরে আগুন দিলে কেরে
সদাই প্রাণ খুজে বেড়ায় তারে।
আমার বন্ধু বিনে মনের আগুন কে নিভাইতে পারে।

সুখ শয়নে স্বপনে, বসে মম হৃদাসনে, দরশনে ভুলালে আমারে,
সেই অবধি আমার প্রাণে ঘরে যেতে বাহিরে টানে,
কি টোনা করিলা বন্ধু মোরে।

রূপ তোমার অপরূপ, যেই রূপেতে সর্বরূপ স্বরূপে থাক রূপের ঘরে,
আমার সেই রূপে ভুলিল আঁখি আমারে বিরূপে রাখি ।
ফাঁকি দিয়ে ফির আড়ে আড়ে।

তোমার অদর্শনে বারি, নয়ন বারি অনিবারি, এই বারি নিবারি কেমন করে,
আমি অগাধ জলে ঝম্প দিব, নয় অনলে প্রবেশিব,
যদি বন্ধু না দেখি তোমারে।

এবে সে বুঝিনু আমি নিমায়া নিঠুর তুমি, দয়া নাই তোমারি শরীরে,
রমেশ কয় প্রাণ সখা, একটু খানি দিয়ে দেখা
যাহা ইচ্ছা তাহা কর মোরে।

রচয়িতাঃ কবিয়াল রমেশ শীল

আমার ভাবের ঘরে