আমার প্রাণে খোঁজে মাইজভাণ্ডার

আমার প্রাণে খোঁজে মাইজভাণ্ডার।নিন্দা করলে কি ক্ষতি আমার।নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার। কিসে হারাম হল তাল,তালে লোহা পিটে

আমার প্রাণে খোঁজে মাইজভাণ্ডার।
নিন্দা করলে কি ক্ষতি আমার।
নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার।

কিসে হারাম হল তাল,
তালে লোহা পিটে বানায় দা ছুরি কোদাল,
তালে মাটি পিটে কুলাল ভাণ্ড বাসন হয় তৈয়ার।

দেখ খোদার তৈয়ার ঢোল,
দুনিয়াময় চামড়া ছানি ভিতরে তার খোল,
নানা শব্দে বাদ্য বাজে শুনতে লাগে চমৎকার।

শুন যত বন্ধুগণ,
নিন্দুকেরে তোমরা কভু ভেবনা দুষমণ,
তারা তরিকতের ধোপার মতন ধুয়ে করুক পরিষ্কার।

খাদেম রমেশের বাণী,
প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি।
ঐসব নিয়ে টানাটানি করা আমার কি দরকার।

লেখকঃ কবিয়াল রমেশ শীল

3 Comments

  1. আপনাদের ওয়েবসাইট টি খুব ভালো লেগেছে, এগিয়ে যান বহুদূর দোয়া এবং ভালোবাসা অবিরাম।
    ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

Comments are closed.

আমার প্রাণে খোঁজে মাইজভাণ্ডার