আমার পরাণত্তুন বেশি তোরে

আমার পরাণত্তুন বেশি তোরে আপন জানিআমার কলিজাত্তুন বেশি তোরে আপন জানিআপন জানি আমির ধন হৃদয়ের মণি ॥ আমার মরণের কালে, আজরাঈল আসি দেখা দিবেদয়া করি তোমার হাতে প্রাণ হরিবানি ॥ যখন কবরে দিবে মনকির নকীর জিজ্ঞাসিবেসওয়ালের জবাব আমির ধন শিখাইয়া দিবানি ॥ একেতো আঁধার ঘর আরো চোর ডাকাইতের ডরআঁধার ঘরের সঙ্গী আমির ধন তুমি হইবানি […]

আমার পরাণত্তুন বেশি তোরে আপন জানি
আমার কলিজাত্তুন বেশি তোরে আপন জানি
আপন জানি আমির ধন হৃদয়ের মণি ॥

আমার মরণের কালে, আজরাঈল আসি দেখা দিবে
দয়া করি তোমার হাতে প্রাণ হরিবানি ॥

যখন কবরে দিবে মনকির নকীর জিজ্ঞাসিবে
সওয়ালের জবাব আমির ধন শিখাইয়া দিবানি ॥

একেতো আঁধার ঘর আরো চোর ডাকাইতের ডর
আঁধার ঘরের সঙ্গী আমির ধন তুমি হইবানি ॥

হাশরের ময়দানের কালে পুলসিরাতের পুল হবে
হাতে হাতে ধরি কালাসোনা পার করাইবানি ॥

হাশরের ময়দান কালে বার সূর্যের তাপ হবে
তোমার সোনালী চাঁদোয়ার তলে ছায়া দিবানি ॥

আমার পরাণত্তুন বেশি তোরে