আমার জীবন তরি কাণ্ডারী

আমার জীবন তরি কাণ্ডারী এক গাউছ মাইজভাণ্ডার,এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার। মাওলা আমার দীনের বন্ধু,দয়াল দাতা কৃপা সিন্ধু,পার করিতে ভবসিন্ধু বন্ধু নাইরে আর।। আমি অপরাধী শাখা নদীতুমি অনন্ত জলধি,আকর্ষিয়ে না লও যদি উপায় কি আমার। রূপের রাজা বটে তুমিতাহার এক রেণু আমি,আমি তুমি তুমি আমি, কর একাকার। রমেশ বলে ভাবি মনে,মিলন যুগে মিলন […]

আমার জীবন তরি কাণ্ডারী এক গাউছ মাইজভাণ্ডার,
এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার।

মাওলা আমার দীনের বন্ধু,
দয়াল দাতা কৃপা সিন্ধু,
পার করিতে ভবসিন্ধু বন্ধু নাইরে আর।।

আমি অপরাধী শাখা নদী
তুমি অনন্ত জলধি,
আকর্ষিয়ে না লও যদি উপায় কি আমার।

রূপের রাজা বটে তুমি
তাহার এক রেণু আমি,
আমি তুমি তুমি আমি, কর একাকার।

রমেশ বলে ভাবি মনে,
মিলন যুগে মিলন দিনে,
শেষ জমানায় এ জীবনে ভরসা তোমার।।

লেখক : কবিয়াল রমেশ শীল

আমার জীবন তরি কাণ্ডারী