আমার গাউসুল আজম কেবলা বাবা কোথায় লুকালে,
তোমার আদরের সব ছেলে মেয়ে এতিম বানালে।।
করতে কত মেহেরবাণী দিতে ক্ষুধায়-তৃষ্ণায় অন্ন-পানি ।
কে আর করিবে দয়া এ ভূমণ্ডলে।।
নৈরূপেতে রূপ ধরিয়ে মাইজভাণ্ডারে উদয় হয়ে,
আবার গেলে লুকাইয়ে পর্দার আড়ালে।।
দাসে দয়া না ছাড়িও মোরাকাবায় দেখা দিও,
পুলছেরাতে ত্বরাইও হাশরের কালে।।
রমেশ বলে কি করিলাম সময় থাকতে না চিনিলাম,
অমূল্য ধন হারাইলাম নিজের গাফেলে।।