আমার গাউছেল আজম মাইজভণ্ডারী ভব কর্ণধার।
যত পাপী তাপীর ভাগ্যে উদয় ভাণ্ডারের মাঝার।।
মানব হিতে ভুবনেতে, এসেছে মানব রূপেতে,
দেহ মন এক যোগেতে ডাকলে করে পার।।
কত অন্ধ আতুর বধির জনে, পার করে দেয় নিশি দিনে,
চণ্ডালে মুচি ব্রাহ্মণে নাই সেই ভেদ বিচার।।
একের ঘরে গেলে পরে, এক সত্য যার ত্রি-সংসারে,
পার করে দেয় শীঘ্র তারে মাওলাজী আমার।।
ভেবে খাদেম রমেশ বলে, আমার এক হলনা কোন কালে,
জন্ম দিলে পাগলা ছেলে সেই চিন্তা বাবার।।