আদি পিতা তুমি ছিলে

আদি পিতা তুমি ছিলে, নূরে রহিম রহমান,নানা ঘটে এস পুনঃ উজ্জ্বলিলা দোজাহান ।। প্রথমে পয়ম্বর ছলে, নানা ঘটে নানা হালে।নবুয়ত জাহের করিলে উড়ায়ে দীনি নিশান।। মুছা নবীর ছল ধরে, হাজার ছাওয়াল কর তুরে।খিজির পীরের ছল করে শিক্ষা দাও গুপ্ত জ্ঞান ।। মক্কাতে মোহাম্মদ হয়ে, দীনের বাতি জ্বালিয়ে।পাপ আঁধেরি দূর করিয়ে জাগাইলে প্রেম ঈমান ।। নবুয়ত […]

আদি পিতা তুমি ছিলে, নূরে রহিম রহমান,
নানা ঘটে এস পুনঃ উজ্জ্বলিলা দোজাহান ।।

প্রথমে পয়ম্বর ছলে, নানা ঘটে নানা হালে।
নবুয়ত জাহের করিলে উড়ায়ে দীনি নিশান।।

মুছা নবীর ছল ধরে, হাজার ছাওয়াল কর তুরে।
খিজির পীরের ছল করে শিক্ষা দাও গুপ্ত জ্ঞান ।।

মক্কাতে মোহাম্মদ হয়ে, দীনের বাতি জ্বালিয়ে।
পাপ আঁধেরি দূর করিয়ে জাগাইলে প্রেম ঈমান ।।

নবুয়ত খতম করি, বেলায়তের ঝাণ্ডা ধরি।
গাউসুল আজম রূপে অলীতে হও মূর্তিমান ।।

বাগদাদে বড়পীর এলে, গাউসিয়ত প্রকাশিলে।
কাদেরী তরিকা বলে জিকিরের কর বিধান ।।

আজমীরে আজমীরে ছলে, জিকরে জ্বলি শিক্ষা দিলে।
ঢোল-বাদ্য যোগ করিলে দেখে বিশ্ব কম্পমান ।।

দাদা হযরতের রূপে, মাইজভাণ্ডারের অন্ধকূপে।
বহু যুগ পরে পুনঃ মারিলা বাঁশিতে টান ।।

এবে বাবাজান হয়ে, বেলায়েতের দণ্ড নিয়ে।
জিকির করাও বেখোদ হালে আজব নূরী বাবাজান ।।

মাইজভাণ্ডারী তরিকা যবে প্রকাশ হইল ভবে।
প্রেম গীতি গাইল সবে হাতে নিয়ে জয় নিশান।।

সফি এ সব খবর জেনে, কোরানের হুকুম মেনে।
সজিদায় পড়িয়া আছি কবুল কর দয়াবান।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী

আদি পিতা তুমি ছিলে