আত্মা না চিনিলে আত্মার উদ্ধার কই
শিষ্যরূপে মন্ত্র নিলাম , গুরু রূপে দেখলাম কই
গুরু যেই ধনের ভিখারী সেই ধন আছে শিষ্যের বাড়ী
ইচ্ছা মত দিতে নারি , আমি ঠেকলাম তারে লই
আয় পাষণ্ড কুম্ভ হইয়ে দৃষ্টি কর তোর ডিম্ব দিয়ে
শিষ্য রূপে মন্ত্র নিয়ে , ডাকবে তারে বাচ্চা কই ॥
আমি মানুষ গুরু মানুষ ত্রিজগতে আছে মানুষ
অমর্তে যে আছে মানুষ , সে’ত সহজ মানুষ নয়
তার সনে নাই যার সম্বন্ধ নিশ্চয়ই তার কপাল মন্দ
যাবে না তার কাম গন্ধ , জন্ম অন্ধ তারে কই ॥
যে দিকে ফিরাবে আঁখি আমির বিনে নাই আর বাকী
মুখের কথা সবই ফাঁকি , দেখলিনা বৈরাগী হই ।
সাচ্চা কর তোর হৃদের আয়না দেখতে পাবি সাধের ময়না
এক ব্রহ্ম দেখতে পাবি , হীন রহিমুল্লাহ কই ॥